লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, সব রেকর্ড ভাঙল রূপা
আন্তর্জাতিক বাজারে রূপার দাম অতীতের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো প্রতি আউন্স ৬৬ ডলার ছাড়িয়ে গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) লেনদেনের একপর্যায়ে রূপার দাম চার শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৮৮ ডলারে পৌঁছায়, যা রুপার ইতিহাসে সর্বোচ্চ।
রয়টার্সের প্রতিবেদন বলছে, রূপার দাম বাড়ার পাশাপাশি বেড়েছে স্বর্ণও। নিরাপদ বিনিয়োগ হিসাবে বিশ্বজুড়ে চাহিদা বাড়ায় বুধবার স্বর্ণের দামও আউন্স প্রতি ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মূলত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের দুর্বলতা ও ভেনেজুয়েলার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে তেল অবরোধের ঘোষণার ফলেই মূল্যবান ধাতুগুলোর দাম এভাবে বাড়ছে।
আমেরিকায় বেকারত্বের হার বেড়ে বর্তমানে ৪ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২১ সালের পর সর্বোচ্চ। শ্রমবাজারের এই নাজুক পরিস্থিতির কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার আরও কমাতে পারে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। সাধারণত সুদের হার কমলে স্বর্ণ ও রূপার মতো অ-ফলনশীল সম্পদে বিনিয়োগের ঝোঁক বেড়ে যায়, যা দাম বৃদ্ধিতে সহায়তা করে।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ারের মতে, স্বর্ণ থেকে অনেক বিনিয়োগকারী এখন তাদের মূলধন রূপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দিকে সরিয়ে নিচ্ছেন। তিনি মনে করছেন, স্বল্প মেয়াদে রূপার পরবর্তী লক্ষ্য এখন ৭০ ডলারে পৌঁছানো। চলতি বছরে রূপার দাম বেড়েছে রেকর্ড ১২৯ শতাংশ, যা স্বর্ণের বার্ষিক ৬৫ শতাংশ বৃদ্ধির চেয়েও অনেক বেশি। বুধবার দিনের শেষে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স চার হাজার ৩৩৪ ডলারে স্থির হয়েছে।
শুধু স্বর্ণ বা রূপা নয়, বুধবার প্ল্যাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে এক হাজার ৮৯০ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি প্যালাডিয়ামের দামও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিনিয়োগকারীরা এখন চলতি সপ্তাহের মার্কিন মূল্যস্ফীতির রিপোর্টের অপেক্ষায় আছেন, যা বাজারের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে।

